আ’লীগ সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে-শামীমা শাহরিয়ার
কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার বলেছেন,‘ সরকারি সহযোগিতায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দিন। যাতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারে।’ তিনি আরো বলেন,‘ জননেত্রী শেখ হাসিনার সরকার সবসময় কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ সরকারী সকল সহযোগিতায় প্রকৃত কৃষকরা যেন অগ্রাধিকার পায় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।
শনিবার পাগনার হাওরের জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের হটামারা, কাশিপুর, উদয়পুর নাজিমনগর গ্রামে গণসযোগ করে বিকালে নাজিমনগর গ্রামে স্থানীয় একটি ক্লাবের উদোগে আয়োজিত ত্রাণ বিতরণী সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে স্থানীয় ক্ষতিগ্রস্ত তিনশ পুরুষ-মহিলাদের মধ্যে শাড়ী লুঙ্গি বিতরণ করেন তিনি। নাজিমনগর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও নাজিমনগর তরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইয়ামীন আহমেদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য নিজাম নূর, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক আলী আমজাদ, শামছুল আলম জেলা ছাত্রলীগের সাবেক উপ-ছাত্র
সম্পাদক ফয়জুর রহমান শেরন, উপজেলা কৃষক লীগের সদস্য সিদ্দিকুর রহমান, গোলাম হায়দার, ইসমাঈল, নবী হোসেন, ইউপি সদস্যা নুরে জান্নাত লিপি, সাবেক ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেক, প্রবাল রায়, সুমন সরকার, শাহ ইব্রাহীম, কাউছার আলম, রবিন, স্বাধীন তালুকদার, খন্দকার নাজমুল, সায়েক রাজা, দিলোয়ার হোসেন, নাজিম নগর তরুণ সমাজ কল্যাণ সংস্থার সদস্য রায়হান, আশরাফ, শফিক, নিজাম, নোমান, মাসুম প্রমুখ।