টঙ্গীতে তমাল নামের তের বছরের এক কিশোরকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তমাল একটি টাইলস দোকানের কর্মচারী ছিল। এ ঘটনায় ওই দোকান মালিকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১টায় উত্তর আউচপাড়া খাঁ-পাড়া রোডের পাটোয়ারি গলি এলাকায়। নিহতের মা হুজরা বেগম জানায়, তমাল উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার আহসান উল্লাহর টাইলসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। প্রতিদিন রাত ১১টার মধ্যে সে বাসায় ফিরলেও বুধবার রাত সোয়া এগারোটা পর্যন্ত সে বাসায় ফিরেনি। এতে তাদের সন্দেহ হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে দোকান মালিক আহসান উল্লাহ ও নাজমুল আলম খবর দেয় তমালকে পাওয়া গেছে। খবর পেয়ে তার স্বজনরা জনৈক নাসির উদ্দিনের নির্মাণাধীন ভবনের এক পাশ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে স্বজনরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রাতেই আহসান উল্লাহকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে রাত ২টার দিকে দোকান মালিক আহসান উল্লাহ ও নাজমুল আলমকে  আটক করে পুলিশ।

এ ব্যাপারে ঘটনাস্থলের পাশে রিকশা গ্যারেজের মালিক মিজানুর রহমান জানান, তমাল দীর্ঘদিন যুবলীগ নেতা আহসান উল্লাহর দোকানে কাজ করতো। দোকানের মালিক কর্মচারীদের ওপর অনেক সময় নির্যাতন চালাতো। ছোট ছোট ছেলেদের মিটিং মিছিলে নিয়ে যেত। আমার মন হয় তার কোন লোকজন ঘটনাটি ঘটিয়েছে।
আটক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে আমরা যার যার মত চলে যাই। রাত সোয়া ১১টার দিকে আমার এক বন্ধু ফোন করে জানান, তমাল নাসির উদ্দিন মোল্লার ওই ভবনের নিচে পড়ে আছে। খবরটি তার স্বজনদের জানিয়ে দ্রুত আমি ঘটনাস্থলে যাই। এছাড়া আমি আর কিছুই জানি না। নিহত তমাল শেরপুর সদর উপজেলার তিরসা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। সে স্থানীয় বাদশা মিয়ার বাড়িতে মা হুজরা বেগমের সাথে ভাড়া বাসায় বসবাস করতো। এ ব্যাপারে টঙ্গী থানার এসআই ছিদ্দিকুর রহমান বলেন, নিহত তমালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। টঙ্গী সরকারি হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn