অর্থমন্ত্রী’র লাখ টাকা’র বক্তব্য নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী
তবে মুক্তিযুদ্ধমন্ত্রী এর বিরোধিতা করছেন। তিনি বলেন, ‘যেখানে চার লক্ষ কোটি টাকার ওপর বাজেট, সেখানে এক লক্ষ টাকার ওপর করারোপ করা কখনই সমীচীন বলে মনে করি না।’ মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমরা যে বাজেট প্রস্তাব করেছি তার বিরোধিতা করা নৈতিকতাবিরোধী। আবার একজন সংসদ সদস্য হিসেবে এ দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা নির্বাচিত হয়েছি বা দায়িত্ব পালন করছি, সেজন্য যেসব বিষয় সাধারণ মানুষের ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বা তারা কষ্টভোগ করবে সেগুলো লাঘব করার জন্য কথা বলতেই হয়।’ মোজাম্মেল হক বলেন, বিশেষ করে যারা অল্প আয়ের লোক, তারা কিছু টাকা পয়সা পায়, শেষ জীবনের জন্য তারা কিছু টাকা সঞ্চয় করে রাখে। এর ওপর যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে তা সঠিক হবে না।’
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, একটা সিলিং দেয়া হোক, এত টাকার ওপর হলে করারোপ করা যাবে। আমার দাবি ২০ লক্ষ টাকা পর্যন্ত যারা সঞ্চয়পত্র কিনবে, তাদের ওপর কোনো করারোপ করা হবে না। এর ওপরে যাদের টাকা আছে, তাদের ওপর আরও করারোপ করা হোক।’ ‘দুনিয়ার বিভিন্ন দেশে বিত্তবানদের অনেক বেশি কর দিতে হয়। আমাদের দেশে তারা দেয় অল্প। আমাদের গরিবদের অব্যাহতি দিয়ে বা নিম্নআয়ের মানুষদের অব্যাহতি দিয়ে যারা ধনাঢ্য ব্যক্তিদের ওপর আরও করারোপ করা হোক, কোনো সমস্যা নেই’-বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী।
f