তিন কন্যার হঠাৎ হাসি!
পড়ন্ত বিকালে গোধুলির আলোটা এসে পড়েছে শুটিং বাড়ির বারান্দায়। মিষ্টি একটা আলো এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। দেখতে অপূর্ব লাগছে। কিন্তু আলোটা সুন্দর থাকলেও গরমটা বেশ পড়েছে আজ। ঈদ মৌসুমে নাটকের শুটিং এর হিরিক পড়েছে উত্তরার শুটিং বাড়িগুলোতে। তেমনি একটি নাটকের শুটিং চলছে এই বাড়িটিতে। এটা যাদুর শহর- এখানে প্রতিনিয়ত যাদু দেখা যায়। যদিও যাদু দেখতে তৃতীয় চোখের প্রয়োজন, যে চোখ সবার নেই। যাদের আছে তারাই যাদুকর। সেই তৃতীয় চোখে দেখা যাদু চলে আসে একজন লেখকের গল্পে। তারপর নিমার্তার নির্মাণে। এরপর শিল্পীর অভিনয়ে। এ সব যাদু একত্রে পর্দায় দেখে দর্শক বলে বাহ। কি সুন্দর! নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মাণের যাদু দেখা যাবে পর্দায়। যাদুময় এমনই একটি নাটকের নাম ‘কারণ সে আকাশ ভালোবাসে’। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আর অভিনয় করেছেন তাসনোভা তিশা, শর্মিলী আহমেদসহ আরও অনেকে। আরও অভিনয় করেছেন সজল। নাটকটি প্রচার হবে আসছে ঈদে দেশ টিভিতে। যাদু তো তার নির্মাণে রয়েছেই এছাড়াও রয়েছে নাটকের সেটেও। খুব সুন্দর করে তিনি গুছিয়ে সেটে থাকা অভিনয় শিল্পীদের বুঝিয়ে বলতে পারেন। তেমনি এই নাটকের সেটেও দৃশ্য চমৎকার করে বুঝিয়ে দিচ্ছিলেন। শুধু দৃশ্য নয় হাস্যজ্জল নির্মাতা চয়নিকা চৌধুরী অভিনয় শিল্পীদের হাসাতেও পারেন ভালো।