রাজশাহীতে বিয়ে করলেন মডেল রাউধার বাবা
ছবি: মডেল রাউধার বাবা মোহাম্মদ আতিফ ও তার নতুন স্ত্রী কনকলতা
মালদ্বীপের নাগরিক ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী মডেল রাউধা আতিফ হত্যার বিচার চাইতে এসে রাজশাহীতে বিয়ে করেছেন বাবা মোহাম্মদ আতিফ। ৮ জুন বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর আদালতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া এলাকার বদিউজ্জামানের মেয়ে কনকলতাকে (৩০) বিয়ে করেন তিনি। মোহাম্মদ আতিফের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, পেশায় চিকিৎসক মোহাম্মদ আতিফ বিয়ের পর শহরের লক্ষ্মীপুরে প্যারামেডিকেল কলেজের সামনে তার নতুন স্ত্রী কনকলতার ভাড়া বাড়িতে ওঠেন। সেখানেই থাকবেন মোহাম্মদ আতিফ।
আদালতে দেওয়া কাগজপত্রে দেখা যায়, বিয়েতে মোহাম্মদ আতিফের মালদ্বীপের ঠিকানা দেওয়া হয়েছে বুলুকিয়া মেজো/১, মালদ্বীপ। রাজশাহী নগরের উপরভদ্রা এলাকাকে রাজশাহীর ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা সংক্রান্ত জটিলতা থাকায় বিয়ের নিবন্ধন এখনও হয়নি। তবে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আগামী রোববার আতিফকে আদালতে হাজির হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে আদালত সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধা আতিফের লাশ উদ্ধার করে পুলিশ। কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়, রাউধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই দিনই কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে শাহমখদুম থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে। রাউধার মৃত্যুর পর লাশ দেখতে রাজশাহী আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং মা-বাবাসহ ৮-৯ জন নিকটাত্মীয়। এরপর রাউধার মা আমিনাথ মুহাররিমাথ ও ছোট ভাইসহ চারজন দেশে ফিরে গেলেও রাজশাহীতে থেকে যান তার বাবা ডা. মোহাম্মদ আতিফ।