চান মিয়া-

ছাতকে ডাকাতের হামলায় মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত প্রায় ১১টায় ইসলামপুর ইউপির ধনীটিলা গ্রামে। আহত মুক্তিযোদ্ধা আজির উদ্দিন (৭০) একই গ্রামের মৃত নিশাত আলীর পুত্র। রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে দু’জনকে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউপির ধনীটিলা গ্রামের মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের বাড়িতে ১০/১২জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে রাখে। এসময় গৃহকর্তা আজির উদ্দিনকে পাথর বিক্রির নগদ টাকা দিতে বলে। এতে অপারগতা প্রকাশ করায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে ছনবাড়ি ক্যাম্পের বিজিবি, ইউপি সদস্য ও স্থানীয়  লোকজনের সহায়তায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে সন্দেহ তালিকায় থাকা খোকন নামের একযুবকের পিতা ইদ্রিছ আলী ও কালা শাহ নামের দু’জনকে পুলিশ থানায় নিয়ে আসে। ইউপি সদস্য লাল মিয়া জানান, রাতেই তিনি লোকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে রোগিকে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করেন। ছাতক থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম ও এসআই কামাল উদ্দিন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতার আনার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন।


 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn