শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের
শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ৬ মার্চ সোমবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি। আরেফিন সিদ্দিক বলেন, সফল জীবনের অধিকারী হওয়ার সকল যোগ্যতা তোমাদের (ঢাবি শিক্ষার্থী) রয়েছে। তোমাদেরকে দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজ উন্নয়নের লক্ষ্যে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।