সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সবার জন্য উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কলেজ প্রতিষ্ঠা করে গ্রামের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ সুগম করেছে সরকার। দেশের প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য এদেশের শিক্ষা ব্যবস্থাকে শতভাগে উন্নীত করা।

তিনি বিগত জামাত-বিএনপি জোট সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ছাতক-দোয়ারায় প্রতিষ্ঠিত ২৬টি কলেজই আওয়ামী লীগ সরকারের আমলে। এরমধ্যে ছাতক ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর শাসনামলে। বাকী ২৪টি কলেজ প্রতিষ্ঠা এবং ছাতক গোবিন্দগঞ্জ সহ ৪টি কলেজ ডিগ্রি কলেজ অনার্সে উন্নীত করা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে তার হাত ধরে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ ও শিক্ষার্থী সামছুন্নাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাস্টার, বিল্লাল আহমদ, আলহাজ্ব সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, অ্যাড. আশিক আলী।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা অ্যাড. শামছুর রহমান, আব্দুল খালিক, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কানাডা প্রবাসী নূরুল ইসলাম, শিক্ষার্থী তাহমিন জাহান রিফাত প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কান্তি দাশগুপ্ত।

এসময় বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা সাজিদ আলী, আওয়ামী লীগ নেতা ময়না মিয়া, আছকির আলী, জোয়াদ আলী, আরব আলী, লাল মিয়া তালুকদার, সামছুল ইসলাম, মুহিবুল ইসলাম শান্তি মিয়া, কবির আহমদ, ছমরু মিয়া, ফারুক আহমদ সরকুম, অতুল চন্দন মানিক, পরেশ চন্দ, জাপা নেতা মাহমুদ আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা সুজন মিয়া, সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আওয়ামীলীগ নেতা আমতর আলী মেম্বার, অ্যাড. সীতাব আলী, আব্দুল আলিম মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজমুল আলী রিপন, প্রভাষক নাজমুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, সহকারী শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন, রুহেনা বেগম, বিপ্লব কান্তি দাস, আব্দুস ছালাম, হালিমা আক্তার, মাছুমা বেগম লিপি, জুয়েলী বালা, ফারুক আহমদ, শামসুন্নাহার উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী রাহি ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী সৃজন আচায্যর্ অংকন, মানপত্র পাঠ করেন ফাইয়া রহমান ইফতা।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn