এ ঘটনায় ওই দিনই সদর থানায় র্যাব-৫ রাজশাহী’র উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে সেলিম রেজাকে আসামি করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা দায়ের করেন (নং-১৫ ও বিশেষ ক্ষমতা নং- ১০৪/৯)। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার অভিযুক্তকে আমৃত্যু (আনটিল ডেথ) কারাদণ্ডের এই রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, মামলার বিবরণে আরো জানা যায়, সেলিম রেজাকে এই অস্ত্র উদ্ধারের আগের দিন ৭ জুলাই’০৯ নিজ বাড়ির এলাকা থেকে প্রথমে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র্যাব। ওই ঘটনায় পৃথক মামলা হয় বলে জানান আ্যাড.পিপি আঞ্জুমান আরা বেগম। পরের দিন ৮ জুলাই তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শ্মশুরবাড়ী এলাকায় তার হেফাজতে থাকা উল্লেখিত ৬ শুটার গান ও ১০ কার্তুজ উদ্ধার করা হয়। মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাড.আব্দুল ওদুদ।










