“যারা জাতীয় পার্টির পতাকার নিচে আসছেন, তারা আমার হাতকে শক্তিশালী করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা নতুন জোট ঘোষণা করব।”বর্তমানে দেশে কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় এসে জাতীয় পার্টি গঠন করা এরশাদ। তিনি বলেন, “রাজনীতি শুধু বক্তব্য আর পাল্টা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। একপক্ষ এক কথা বলছে, আরেক পক্ষ তার বিরুদ্ধে কথা বলছে। এর মধ্যে মানুষ জাতীয় পার্টির কাছে আসছে, এই দলের মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে।” সুশাসনের অভাবে দেশে ইন্টার্ন চিকিৎসক ও শ্রমিক ধর্মঘটের মতো ঘটনা ঘটছে বলে মনে করেন এরশাদ।“দেশে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট চলছে, কিছুদিন আগে শ্রমিক ধর্মঘট হল। দিন দিন মানুষের ভোগান্তি বাড়ছে, দেখার কেউ নেই। বিশৃঙ্খলা সব জায়গায়, কারণ সুশাসনের অভাব। এ কারণেই দেশের মানুষ শান্তিতে নেই।”টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি নূরুল ইসলাম রাজ ও মধুপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আসুদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।এতে নূরুল ইসলাম রাজ তার বক্তব্যে জানান, অতীতে জাতীয় পার্টির সঙ্গে থাকলেও নব্বইয়ের পর বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি।
যোগদান অনুষ্ঠান বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও টাঙ্গাইল থেকে লোকজন আসাতে দেরি হওয়ার কারণে তা শুরু হয় বেলা সোয়া ২টায়।অনুষ্ঠান শুরুর পর নূরুল ইসলাম রাজকে উদ্দেশ করে এরশাদ বলেন, “তুমি আমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো। কিন্তু আমার কোনো কষ্ট হয়নি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো। “আসা মাত্র শুরু হল। অদূর ভবিষ্যতে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে এই দলের পতাকা তলে আরো অনেকে সমবেত হবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত ছিলেন।