শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার ফরিদ উদ্দিনের নিয়োগের বিষয়টি অনুমোদন করেন। শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো ফ্যাক্স পাইনি। প্রায় ২০ দিন ধরে উপাচার্যবিহীন ছিলো শাহজালাল বিশ্ববিদ্যালয়। গত ২৭ জুলাই আগের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার মেয়াদ শেষ হয়। অন্যান্যবার এরকম মধ্যবর্তী সময়ে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে চালানো হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে দেওয়া হয় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব। তবে এবার কাউকে ভারপ্রাপ্ত উপাচার্যেরও দায়িত্ব দেওয়া হয়নি। ফলে উপাচার্য ছাড়াই চলছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। অবশেষে বৃহস্পতিবার নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো। নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn