বার্তা ডেক্সঃঃঅনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। তার আগে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের আবাসিক পরিদর্শক (আরআই) আবদুছ ছালাম ও আরও-১ এসআই খায়রুদ্দিনকে বহিস্কারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ হেড কোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত আদেশে এসব নির্দেশনা দেয়া হয়। এমন নির্দেশনার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, নির্দেশনা দুটি পেয়েছি। ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

জানা যায়, এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার্স থেকে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে ইন্সপেক্টর আবদুছ ছালাম এবং এসআই খায়রুদ্দিনের বিষয়ে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়। সূত্র : যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn