অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৭১ বছর বয়সেও কোন কর্তৃত্ববলে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। সোমবার রিটের আংশিক শুনানি  শেষে আগামী ২৩শে ফেব্রুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির দিন ঠিক করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। অপরদিকে, রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা বলা হয়েছে। ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করিবেন। ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন। বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে গেলেও অ্যাটর্নি জেনারেল ৭১ বছর বয়সেও পদে বহাল আছেন।

এটা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক। তিনি আরো বলেন, গত ১৫ই জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করি। ২৭শে জানুয়ারি ফাইলটি এফিডেভিট করা হয়। এরপর ১৬ই ফেব্রুয়ারি আদালতে রিটের প্রাথমিক শুনানি হয়। পরে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার ২৩শে ফেব্রুয়ারি দিন ঠিক করেন। এর আগে ২০১৭ সালের ২৪শে জানুয়ারি ড. ইউনুছ আলী আকন্দ একই ধরনের একটি রিট আবেদন করলে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn