বার্তা ডেস্ক:: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার সকালের দিকে শহরের মধ্যাঞ্চলে এক ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোট পাঁচটার দিকে এই আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় প্রায় ২০০ দমকলকর্মী এই আগুন নিয়ন্ত্রণে আনে। দেশটির ফায়ার সার্ভিস প্রধান ফ্লোরিয়ান লইনটায়ার বলেন, অগ্নিকাণ্ডের পর ১৫ জনকে মই এবং দড়ি দিয়ে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বের করে আনা হয়। অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। বেশ কয়েকজন বাঁচতে জানালা দিয়ে লাফ দেন। এরমধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। কর্মকর্তারা বলেন, এই ভবনটি ১৯৭০ সালের। সেখানে সংস্কারকাজ চলছিলো। আগুনের কারণে ভেতরে প্রচণ্ড গরম অবস্থার সৃষ্টি হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn