পৃথু স্যানাল এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃ শিশুদের হাতে প্লেকার্ড ধরিয়ে দিয়ে যে সমাজ বিচার প্রত্যাশা করে, সে সমাজে আমরা   প্রাপ্ত বয়স্করা যে অথর্ব, অবিবেচক আর অন্যায়ের আধার তা বলার অপেক্ষা রাখে না। যে শিশুগুলোকে দেখলাম, তাদের সহপাঠীদের বিচার চাইতে রাস্তায় দাঁড়িয়েছে, ওদেরকে খুন, ধর্ষণ শব্দগুলোর কী ব্যাখ্যা দেব আমরা ? এই শিশুগুলোর মাথায় তো খেলাধুলা আনন্দ ছাড়া আর কোনো কিছু ঢুকানোর কথা না। আমরা নিজেদের পাপ অন্যায়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শিশুদের সাথে। তো এই শিশুরা একদিন বড়ো হয়ে তো মনে করবে, এমন ঘটনা ঘটতেই পারে, তারাও অংশ নেবে ধর্ষনে, খুনে। আসল কথা হলো, আমাদের সমাজের প্রাপ্ত বয়স্কর আমরা নষ্ট হয়ে গেছি, আমরা নিজেরাই ধর্ষক, খুনী। তাই এইসব অন্যায়ের প্রতিবাদ করতে সৎ সাহস হারিয়ে ফেলেছি। শিশুদের হাতে তাই তুলে দিচ্ছি নৃশংস ঘটনার প্লেকার্ড।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn