আমাদের পরিচয় ঢাকা পড়ে গেছে বিদেশি পরিচয়ে : এম.এ মান্নান
বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেন- আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চাইছি ছেলে-মেয়েরা যেন দীর্ঘজীবি হয়। এখন আমাদের গড় আয়ু ৭০, এটা যদি ৮০ হয় তাহলে ভালো হবে। আমরা চাই আমাদের ছেলে-মেয়ে গায়ে যেন শক্তি বেশি থাকে। খেলতে পারে কাজ করতে পারে, চিন্তা করতে পারে, পড়াশুনা করতে পারে। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা যেন সারা পৃথিবী ঘুরে বেড়ায়। সর্বত্র যায়, তারপর যেন বেলা শেষে মায়ের কোলে ফিরে আসে এই বাংলায়। এটা আমাদের ইচ্ছা এজন্য যে, আমরা আমাদের ভাষা, আমাদের অতীত ইতিহাস, আমাদের পরিচয়- সেগুলোকে নতুন করে ঝালাই করে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পরিচয় ঢাকা পড়ে গেছে বিদেশি পরিচয়ে। সেটাকে সরিয়ে আমরা আমাদের পরিচয় বের করতে চাই।
শুক্রবার (২৬ মে) সকালে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার বরকত উল্লা খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শফিউল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহেদুল হক, সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার প্রমুখ তিনি আরো বলেন- ১৯৫২ সালের শহীদ। যাঁরা সংগ্রাম করে প্রাণের বিনিময়ে শত্রুকে হটিয়েছে এই দেশ থেকে। সুতরাং এই কাজ আমরা করছি এই উদ্দেশ্যে, যাতে করে আমাদের ছেলে-মেয়েরা ব্যক্তিত্ব নিয়ে, পরিচয় নিয়ে দুনিয়াতে বাস করতে পারে। মধ্যপ্রাচ্যে গিয়ে গরু চরানোর জন্য আমাদের ছেলে-মেয়েদের জন্ম হয় নাই।
মালয়েশিয়া গিয়ে পাম গাছ কাটার জন্য আমাদের ছেলে-মেয়েদের জন্ম হয় নাই। কোনো কাজই খারাপ না, আমরা সব কাজকে সম্মান করি। রিকশাচালককে সম্মান করি, রান্না যারা করে তাদেরও সম্মান করি। কিন্তু সে কাজে যেন আবদ্ধ না-হয়ে যাই আমরা, যেন অন্যান্য কাজগুলোও করি। এজন্য আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হলো- সকল ছেলেমেয়েরা যেন তাদের খেলাধুলা পড়াশুনা মনযোগ দিয়ে করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।