সিলেট: সিলেটের আলোচিত সাবেক মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন এবার চেক ডিজঅনার মামলা করে ফেঁসে গেলেন। রোববার সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জানা গেছে নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের স্ত্রী ও সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন সম্প্রতি একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন।কোতোয়ালী সি.আর মামলা নং- ৭১১/২০১৯ ইং দায়ের করেন। ওই মামলায় শামীমা নিজেই বাদি ছিলেন।কিন্তু মামলা দেওয়ার পর তিনি আদালতে আর হাজির হননি। এরপর আদালত থেকে কয়েকটি সমন দেওয়ার পরও শামীমা হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। রোববার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নানা ভাবে আলোচিত আলোচিত সাবেক মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন ২০১৭ সালের ১৯ ডিসেম্বর মাসে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে লাঞ্ছিত করেন। এছাড়া ২০১৭ সালের এপ্রিল মাসে ভূমিহীনদের টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠে শামীমা স্বাধীননের বিরুদ্ধে। সরকারিভাবে ভূমিহীনদের জায়গা দেওয়া হবে। এজন্য ভূমিহীনদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আবেদন জমা দিতে লাগবে নির্দিষ্ট অঙ্কের টাকা। এসব কথা বলে সাধারণ ভূমিহীনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শামীমা স্বাধীন নামে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn