ঢাকার শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ মে) ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন বছর আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের কৌসুঁলি মাহফুজুর রহমান লিখন জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. রাফা এ মিষ্টি ও তার স্ত্রী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোসাম্মত রিয়া পলাতক রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn