বার্তা ডেস্ক ::  উৎসবের মউশুম চলছে ভারতে। আর এর মাঝেই হাড়হিম করা ঘটনা ঘটল দেশটির কেরালা রাজ্যে। এই রাজ্যের কোঝিকোড়ের বাসিন্দা এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগেই জলি জোসেফকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু গ্রেপ্তারির পর সামনে আসে এক হাড়হিম করা ঘটনার কথা। পুলিশের কাছে জলি জোসেফ  স্বীকার করেছেন, তিনি তাঁর পরিবারের ৬ জনকে একে একে খুন করেছেন। গত ১৪ বছর ধরে এই ঘটনা ঘটেছে।  জানা গেছে, ২০০২ সালে এই পরিবারে মৃত্যু হয় আনাম্মা নামে এক বৃদ্ধার। এরপর একইভাবে ২০০৮ সালে মৃত্যু হয় টম থমাসের। তাঁদের সন্তান রয়ের মৃত্যু হয় ২০১১ সালে। এরপর ২০১৪ সালে ম্যাথুও ও ২ বছরের অ্যালফাইনের। কিন্তু এঁদের মৃত্যুর রহস্য ভেদ করতে পারছিল না পুলিশ। ২০১৬ সালে এই ভয়ানক হত্যাকাণ্ডের শেষ ঘটনাটি ঘটে। অ্যালফাইনের মা ফিলিকে হত্যা করেন জোসেফ।  এই গোটা ঘটনার কথা স্বীকার করেছেন জোসেফ নিজেই। তবে পুলিশ এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছে না। কারণ, পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে স্বীকারোক্তিই সব নয়। এখন যদি পুরোটার প্রমাণ না পাওয়া যায়, ততক্ষণ জোসেফের বলা কথায় পুরোপুরি ভরসা করতে পারছে না।  সৌজন্যে : আজকাল ,কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn