যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হককে ব্রেক্সিট-বিরোধী বিভিন্ন গ্রুপ সমর্থন দিয়েছে। গ্রিন পার্টি তাকে সমর্থন দিয়ে এবার তার নির্বাচনি এলাকায় কোনও প্রার্থী রাখেনি। লেবার পার্টির এই এমপি তার নির্বাচনি এলাকা ইয়েলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে ২০১৫ সালে মাত্র ২৭৪ ভোটে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এক হাজার ৮৪১ ভোট পেয়েছিলেন গ্রিন পার্টির প্রার্থী। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারাতে এবার গ্রিন পার্টি সেখানে কোনও প্রার্থী রাখেনি। রুপা হক গ্রিন পার্টির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘স্থানীয় গ্রিন পার্টি জানে, এমপি হিসেবে আমি একান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিরোধিতা করেছি এবং সে অনুযায়ী ভোট দিয়েছি। সামনেও ওই বিরোধিতা অব্যাহত রাখব। আমার মতে তা হলো ইয়েলিং, অ্যাক্টন এবং চিসউইকের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো।’

এ প্রসঙ্গে গ্রিন পার্টির মার্ক ড্যানিয়েল বলেন, ‘এমপি হিসেবে রুপা হক তার নির্বাচনি এলাকায় বেশ শ্রদ্ধাভাজন। এমনকি ওই এলাকায় যারা লেবার পার্টির সমর্থন নন, তাদের কাছেও রুপার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুপার সংখ্যাগরিষ্ঠতা খুবই কম। তাই আমরা ভেবেছি, নিজেদের প্রার্থিতা সরিয়ে নিলে তার ভোট বাড়বে। যদি আমরা নিজেদের সমর্থকদের বলি যে, এখানে এমন একজন প্রার্থী রয়েছেন, যিনি গ্রিন পার্টির ইস্যুগুলোকে সমর্থন করেন, তাহলে আশা করি, তা রুপার ভোটের পার্থক্য বাড়াতে সাহায্য করবে।’ গ্রিন পার্টি ছাড়াও রুপাকে সমর্থন জানিয়েছেন, ব্রেক্সিট-বিরোধী বিভিন্ন গ্রুপ। যাদের মধ্যে ব্রেক্সিট-বিরোধী প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখা জিনা মিলারও রয়েছেন। তবে ইয়েলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন নির্বাচনি এলাকায় গ্রিন পার্টি যেমন রুপাকে সমর্থন দিচ্ছে, তেমনি উগ্র-ডানপন্থী ইনডিপেন্ডেন্স পার্টিও (ইউকিপ) কনজারভেটিভ পার্টির প্রার্থী জয় মরিসিকে সমর্থন দিয়ে সেখানে কোনও প্রার্থী দিচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn