বাংলা নববর্ষের প্রথম দিনের বিকেল পর্যন্ত বৃষ্টিহীন থাকলেও শেষ বেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এদিকে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে রাস্তায় থাকা মানুষ বিপাকে পড়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে এ সময় অনেককে আশ্রয়ের খোঁজে দৌঁড়াতে দেখা যায়। সন্ধ্যা ৭ পর্যন্ত চলা বৃষ্টির কারণে শেষ বেলায় পহেলা বৈশাখের অনেক আয়োজনই ভেস্তে যায়। সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি থামার পর বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া মানুষ যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn