কিডন্যাপ হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সুপার শপ থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে একটি ছোট গাড়ি এসে তুলে নিয়ে যায় তাকে। গাড়িতে বসার পরপরই ঘুমিয়ে পড়েন তিশা। একসময় ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে চমকে ওঠেন। এই অচেনা বাসায় কি করে এলেন! সাজানো গোছানো ফ্ল্যাট। সুনসান নীরবতা। এ ঘর ও ঘর পেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখেন কেউ একজন ল্যাপটপ নিয়ে বসে আছে।চমকে ওঠে জানতে চান তিনি এখানে কেন? সেই অচেনা মানুষ উত্তর দেয় তাকে কিডন্যাপ করা হয়েছে। তবে বাস্তবে নয়, তিশাকে ঘিরে এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘কিডন্যাপড’। এটি রচনা ও নির্মাণ করেছেন শাহনেওয়াজ রিপন। তিশার বিপরীতে এই নাটকে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। এদিকে এটি ছাড়াও তিশাকে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে একাধিক নাটক-টেলিছবিতে। এরমধ্যে রয়েছে আরটিভির ‘বউ কাহিনি’ সিরিজের ‘বিউটি পারলার’ ও ‘আমার মিস্টার পরিষ্কার’ শিরোনামের দুটি নাটক। নাটক দুটি নির্মাণ করেছেন গৌতম কৈরী ও মাবরুর রশীদ বান্না। এছাড়া তিশা থাকছেন মাবরুর রশীদ বান্নার ‘আশ্রয়’ ও লেডি ‘কিলার-২’, ইফতেখার আহমেদ ফাহমির ‘কিংকর্তব্যবিমূঢ়’, আবু হায়াত মাহমুদের ‘আমরা কবে যাবো’, সাজ্জাদ সুমনের ‘মি টু’সহ বেশ কিছু নাটকে। ঈদের কাজ নিয়ে এ অভিনেত্রীর ভাষ্য, এবার ঈদের জন্য বেশ কিছু বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছি। আমি শুরু থেকেই এভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।  কাজের সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে বেশি মনোযোগী থাকি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn