আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩৪২ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী। বাংলাদেশের পক্ষে তামিম ১০২ রান করেন। তার ৯৩ বলের ঝলমলে ইনিংসটি ছিল ৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ইমরুল কায়েস ৬১, মুশফিক ৪৬ রান করেন। পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ৭৩ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট পান। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ১৯ রান করে সপ্তম ওভারের প্রথম বলে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। দলীয় ২৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর দলের হাল ধরেন তামিম-কায়েস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৪২ রান সংগ্রহ করে দলকে বড় স্কোরের পথ দেখান।

দলীয় ১৬৯ রানে শাদাব খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার ৬২ বলে করা ৬১ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো। ৩৪তম ওভারে শাদাব খানের শিকার হন তামিম ইকবাল। জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী এ ব্যাটসম্যান। ৩৭তম ওভারে জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। তিনি ৩৭ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৪৪তম ওভারের হাসান আলীর বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৭)। একই ওভারে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব আল হাসান (২৩)। ৪৮তম ওভারে জুনায়েদ খানের বলে চার-ছক্কা হাঁকানো ব্যাটসম্যান মোসাদ্দেক শপাটে ব্যাট চালাতে গিয়ে ওই ওভারের পঞ্চম বলে আজহার আলীর ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। তিনি ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৩টি চার ও একটি ছক্কায় সাজানো। ইনিংসের শেষ ওভারের ৪র্থ বলে জুনায়েদ খানের বলে ফাহিম আশরাফের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন মাশরাফি বিন মুর্তজা (১)।  শেষ বলে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রান রান আউটের শিকার হন মেহেদী হাসান মিরাজ (১৩)।
উল্লেখ্য, আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ ও ৯ জুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সানজামুল ইসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফকর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী ও শাহদাব খান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn