ছাতকে আশ্রয়ন প্রকল্প, সড়ক সংস্কার কাজ পরিদর্শন জেলা প্রশাসক
ছাতকে আশ্রয়ন প্রকল্প, সড়ক সংস্কার কাজ পরিদর্শন ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকান্ডে ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সকালে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় আশ্রয়ন প্রকল্পে একটি বাড়ি একটি খামার প্রকল্পের চালাবিহীন অফিস কক্ষ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে কালারুকা নদীর পাড় সংলগ্ন রাস্তার সাইড মাটি ভরাট কাজে ব্যাপক অনিয়ম দেখে জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করেনে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুপুরে ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদ কর্তৃক আয়োজিত বন্যায় ক্ষতিগস্ত ক্ষুদ্র কৃষক ও মৎস্যজীবী উপকারভোগিদের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেনে, সরকার ক্ষতিগস্ত মানুষের পাশে দাঁিড়য়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহায়তা প্রদানে সরকার খুবই আন্তরিক। সরকারী সহায়তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি আহবান জানান। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব পিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম।