ছাতক ::  ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে পুষ্টিকর ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক ঘটিত কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে আক্রান্তদের বাড়িতে ‘মমতার পরশ’ চিরকুট সম্বলিত এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, ছাতকে এ পর্যন্ত ৫জন করোন ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়িতে পুষ্টিগুণ সমৃদ্ধ এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া লকডাউনে ও কোয়ারেন্টিনে থাকা পরিবারের মধ্যেও সাধ্যমত খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn