ছাতক :: ছাতকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দিয়েছে থানা পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধার হওয়া টাকা গুলো হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, গত ৫ নভেম্বর উপজেলার করুইলগাওঁ গ্রামের সৌদিআরব প্রবাসী নুরুল ইসলাম বিদেশ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেশে পাঠায়। পরবর্তীতে প্রতারক বিকাশ এজেন্ট কোনো টাকা আসে নাই বলে জানায়। পরে নুরুল ইসলামের ছেলে জুনেদ আহমদ সকল প্রমানাদিসহ থানায় অভিযোগ করেন। অভিযোগের সুত্র ধরে ছাতক থানার এসআই আসাদুজ্জামান রাসেল প্রতারণার সকল প্রমানসহ বিকাশ হেড কোয়ার্টারের সাথে যোগাযোগ করে টাকা উদ্ধার করতে সক্ষম হন। শনিবার সন্ধ্যায় ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিমউদ্দিনের উপস্থিতিতে জুনেদ আহমদের কাছে টাকাগুলো ফেরত দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn