ছাত্রীর পায়ের রগ কেটে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, ইশাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী এশাকে হল থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় ছাত্রীদের শান্ত থাকার জন্য তিনি আহবান জানান। আন্দোলনরত ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার ঘটনা জানাজানির পর অন্যান্য হলের ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। হল কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ হলে থাকার নির্দেশ দিয়েছেন। এ সময় হল থেকে বেরিয়ে এসে ছাত্ররা সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

এদিকে হলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে ছাত্রীরা নিজ নিজ হলের ভেতরে থেকে স্লোগান দিচ্ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn