বার্তা ডেস্ক: গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩০ দিনের ছুটি শেষে আজ (রবিবার) খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ মে ( বুধবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং ২২ মে (বুধবার) হতে শুরু হয়ে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সব অফিস কার্যক্রম বন্ধ ছিল। এদিকে, শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আজ ( রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং অফিস কার্যক্রম শুরু হচ্ছে। ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের হল এবং আশপাশের মেসগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। ফলে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে শাবি ক্যাম্পাস

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn