সম্প্রতি সারা দেশে ছেলে ধরা আতঙ্ক ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে। অভিভাবকরা বেশ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। সন্তানরা বাড়ির বাইরে বের হলেই এক ধরনের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে অভিভাবকদের। এমন কি সুযোগ পেলেই বাড়ির ভিতরে প্রবেশ করে শিশুদের গুম করছে ছেলে ধরারা। শনিবার (২০ জুলাই) রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে একটি স্কুলে গণপিটুনিতে মানসিক অসুস্থ এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় বলা হয়েছে, অতর্কিতভাবে ওই নারীকে স্কুলের অভিভাবক, উৎসুক জনতাসহ অনেকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত। পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী নিহতের ভাগিনা নাসির উদ্দিন। বাড্ডা থানার এসআই সোহরাব হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা নারীর ২ সন্তান রয়েছে। স্বামী আগেই মারা গেছেন। ফলে দুই সন্তানের মাথার উপর থেকে শেষ ছায়াটুকুও সরে গেল। ফলে প্রশ্ন কে নেবে বাবা-মা হারা ২ সন্তানের দায়িত্ব?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn