জগন্নাথপুর:: জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসের ৮ হাজার ৮শ’ ভ্যাকসিন (টিকা) এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে।  আগামি ৭ জানুয়ারি সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও করোনার টিকা প্রদান কর্মসুচী শুরু হবে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনটি বুতে নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়া হবে। এসব তথ্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদর নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় ল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ফ্রি রেজিস্ট্রেশন ও বিনামূল্যে সরকারি নির্দেশনা অনুয়ারি প্রাথমিক পর্যায়ে ১৫ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ বিভিন্ন পেশাজীবি, ৫৫ বছরের উপরের বয়সী লোকজন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সকল নাগরিককে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ ভ্যাকসিন পাওয়া গেছে। ৪ হাজার ৪শ’ জনের এই ভ্যাসসিন দুইবারে দেওয়া হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিনের দ্বিতীয় টিকা দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের ডোজ প্রদান সম্পন্ন হবে। তবে পর্যাক্রমে আরও ভ্যাকসিন পাওয়া যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদর ধর, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn