মুহিত চৌধুরী:হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালের পর তাঁর প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টিতে কে হচ্ছেন চেয়ারম্যান এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন এরশাদের ভাই ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন। আবার কেউ কেউ এরশাদের স্ত্রী ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের নাম উচ্চারণ করছেন। তাদের যুক্তি হচ্ছে রওশন এরশাদ জাতীয় পার্টির দূর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সরকারের সাথেও তার সুসর্ম্পক রয়েছে। এরশাদ বেঁচে থাকতেই জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে এক ধরনের বিরোধ সৃষ্টি হয়। যার ফলে দলের প্রেসিডিয়াম সদস্যসহ নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। কেউ কেউ‘জিএম কাদেরপন্থি’ আবার কেউ কেউ ‘রওশনপন্থি’ হয়ে উঠেন। তবে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে মসিউর রহমান রাঙ্গা, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম ছাড়া বাকিরা ‘জিএম কাদেরপন্থি। তাই জিএম কাদেরই শেষ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন এটা অনেকটা নিশ্চিত। তার অন্যতম কারন হলো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই তাঁর ‘উত্তরসূরী’ হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করে গেছেন। গত ১ জানুয়ারি এরশাদ চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার আগে তিনি এই ঘোষণা দেন। তবে সব কিছু নির্ভর করছে এরশাদহীন পরিবর্তিত পরিস্থিতির উপর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn