দেশজুড়ে চলছে ঈদ উদযাপনের আনন্দ। সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে তারকারও থেমে নেই। তারকাদেরও অনেকেই নিজ গ্রামের বাড়িতে পরিবার আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। দেশের ক্রিকেটমহলও রয়েছে এই সারিতে। মাশরাফি, সাকিব-মুশফিক-তামিমরাও প্রস্তত ঈদ উদযাপনে। এবারের ঈদের ক্রিকেটারদের নিয়ে বিশেষ আয়োজন। মাশরাফি বিন মর্তুজা: জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিবছর ঈদ গ্রামের বাড়ি নড়াইলে উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের দিন সকালে নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহে পরিবারের সদস্য এবং এলাকার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মাশরাফি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

সাকিব আল হাসান: দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গ্রামের বাড়ি মাগুরায় এবার ঈদ উদযাপন করেছেন। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অউব্রিকে নিয়ে ঈদ করেন সাকিব। ঈদের দিন সকালে মাগুরা শহরের জর্জ কোট মসজিদে পরিবারের সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এরপর নামাজ শেষে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এই ক্রিকেটার।

মুশফিকুর রহিম: ঈদের ছুটিতে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম গ্রামের বাড়ি বগুড়া রয়েছেন। ঈদের সকালে বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুশফিক। নামাজ শেষে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সাথে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন এই ক্রিকেটার।

তামিম ইকবাল: দেশসেরা ওপেনার তামিম ইকবাল ঈদ উদযাপন করেছেন জন্মস্থান চট্টগ্রামে। ছেলে আরহাম ও স্ত্রী আয়েশাকে নিয়ে চট্টগ্রামে পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করেন তামিম। তামিমের ছেলে আরহাম এবারেই প্রথম বাবার সঙ্গে চট্টগ্রামে ঈদ করলেন।

মুস্তাফিজুর রহমান: পরিবারের সঙ্গে ঈদ করেছেন কাটার মুস্তাফিজুর রহমান। গ্রামের বাড়ি সাতক্ষীরায় ঈদের দিন সকালে মুস্তাফিজ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া পূর্বপাড়া ঈদগাহে নামাজ আদায় করেন। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছিলো।

তাসকিন আহমেদ: ক্রিকেটার তাসকিন আহমেদ ঢাকাতেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। প্রতিবছরই ঢাকায় পরিবার, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেন টাইগারদের এই গতিতারকা। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির আহমেদ, নাসির হোসেন তাদের ফেসবুকে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn