টাইগার ‘টর্নেডো’য় কাঁপলো ক্যারিবীয় দ্বীপ
সু,বার্তা ডেস্ক :ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটি টর্নেডো আঘাত হেনেছে। সেই টর্নেডোর নাম সাকিব-লিটন। এক ঝটকায় লণ্ডভণ্ড করে দিলো ক্যারিবীয়দের। দফায় দফা ঝড়। কিছুতেই থামছিল না। অনেক চেষ্টা করেও লাভ হলো না। সাকিব-লিটন আঘাতে চুরমার সবকিছু। খুব গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ছুড়ে দিয়েছিল বড় রানের চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের দুর্দান্ত ফিফটিতে সহজেই সেই রান ছাড়িয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল ৭ উইকেটে।
বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি
শ্যানন গ্যাব্রিয়েলকে টানা তিন ছক্কা হাঁকালেন লিটন দাস। বিশ্বকাপে বাংলাদেশ পেয়ে গেল নিজেদের সেরা জুটি। এবারের আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১৪২ ছিল বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি। সেটা ছাড়িয়ে ছুটে চলেছেন সাকিব ও লিটন। তাদের ব্যাটে বাংলাদেশ বিশ্বকাপে পেয়েছেন প্রথম দেড়শ ছোঁয়া জুটি। ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৯৪/৩। সাকিব ১১৮ ও লিটন ৭২ রানে ব্যাট করছেন। জুটির রান তখন ১৬১।
ঝড়ো ব্যাটিংয়ে লিটনের ফিফটি
বিশ্বকাপ অভিষেকে নিজের সামর্থ্য দেখালেন লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে তুলে নিলেন ফিফটি। ওয়ানডেতে তার তৃতীয়। শুরুতে একটু সময় নেওয়া তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান পরে বাড়িয়েছেন রানের গতি। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে হাঁকিয়েছেন চারটি চার ও একটি ছক্কা। ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৫৩/৩। সাকিব ৫১ ও লিটন ৫১ রানে ব্যাট করছেন।
সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি
ওশান টমাসের বলে দুর্দান্ত এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন সাকিব। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের তিন অঙ্ক ছুঁতে এবার লেগেছে ৮৩ বল। এই সময়ে হাঁকিয়েছেন ১৩টি চার। ওয়ানডেতে এটি তার নবম সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম। ৩৪ ওভার শেষে বালাদেশের স্কোর ২৪৮/৩। সাকিব ১০০ ও লিটন ৪৭ রানে ব্যাট করছেন।
সাকিব-লিটনের শতরানের জুটি
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করা সাকিব আল হাসানের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন লিটন দাস। ৮২ বলে তাদের চতুর্থ উইকেট জুটির রান ১০০ স্পর্শ করে।
বাংলাদেশের দুইশ
জেসন হোল্ডারের বল ঠিক মতো খেলতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটের কানায় বল লেগে কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি হয়ে গেল। সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই ওভারের শেষ বলে লিটনের সিঙ্গেলে দুইশ রানে যায় বাংলাদেশের সংগ্রহ। প্রায় এক ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্দশ ওভারে দলের রান ছুঁয়েছিল তিন অঙ্ক। রান দুইশ হলো ২৯তম ওভারে। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০০/৩। সাকিব ৮৭ ও লিটন ১৮ রানে ব্যাট করছেন।
সাকিব-লিটন জুটিতে পঞ্চাশ
১২ রানের মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন সাকিব আল হাসান ও লিটন দাস। চতুর্থ উইকেট জুটিতে ৪৯ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। শ্যানন গ্যাব্রিয়েলের বলে পাঞ্চ করে সাকিবের বাউন্ডারিতে জুটির রান ফিফটি স্পর্শ করে। পরে তিনি হাঁকান আরও দুটি চার। শুরু থেকে দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছেন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। বিশ্বকাপ অভিষেকে আস্থার সঙ্গে খেলছেন লিটন। মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও মিডল অর্ডারে বেশ মানিয়ে নিয়েছেন তিনি। ২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৯২/৩। সাকিব ৮১ ও লিটন ১৬ রানে ব্যাট করছেন।
ঝড়ো ব্যাটিংয়ে সাকিবের ফিফটি
আগুনের জবাব যেন আগুন দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ঝড়ো ব্যাটিংয়ে ৭ চারে ৪০ বলে তুলে নিয়েছেন ফিফটি। এবারের আসরে চার ম্যাচে এটি তার চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস। নভজাত সিং সিধু (১৯৮৭), শচীন টেন্ডুলকার (১৯৯৬) ও গ্রায়েম স্মিথের (২০০৭) পর সাকিব বিশ্বকাপের কোনো আসরে প্রথম চার ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৪১/৩। সাকিব ৫১ ও লিটন দাস ১ রানে ব্যাট করছেন।
মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ
লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কিপারকে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিকুর রহিম। খুব একটা ভালো বলে উইকেট পাননি টমাস। গ্লান্স করতে চেয়েছিলেন মুশফিক। ঠিক মতো খেলতে পারেনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে শেই হোপের গ্লাভসে। ৫ বলে ১ রান করে ফিরেন মুশফিক। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামা লিটন দাস।
তামিমের রান আউটে ভাঙল জুটি
নিজের বলেই তামিম ইকবালকে রান আউট করে বিপজ্জনক হয়ে ওঠা দ্বিতীয় উইকেট জুটি ভাঙলেন বোলার শেলডন কটরেল। শট খেলে ফলোথ্রুয়ে একটু এগিয়েছিলেন তামিম। বল ধরেই জোরালো থ্রোয়ে স্টাম্পস এলোমেলো করে দেন কটরেল। ঝাঁপিয়ে পড়েও শেষরক্ষা করতে পারেননি বাঁহাতি ওপেনার। ভাঙে ৬৯ রানের জুটি। ৫৩ বলে ছয়টি চারে ৪৮ রান করেন তামিম। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২১/২। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।
৬ হাজার ছুঁয়ে নতুন রেকর্ডে সাকিব
ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রান ও আড়াইশ উইকেটের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডারের এই অর্জনে লেগেছে ২০২ ম্যাচ। রেকর্ড ছিল পাকিস্তানের শহীদ আফ্রিদির অধিকারে। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের লেগেছিল ২৯৪ ইনিংস। এই ডাবল আছে আর কেবল দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার (৩০৪)। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলক ছুঁতে ১৯০ ইনিংস লেগেছে সাকিবের। ক্রিজে সে সময় তার সঙ্গী তামিম ইকবাল প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছিলেন মাইলফলকটি, তার লেগেছিল ১৭৭ ইনিংস। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৩/১। তামিম ৪৬ ও সাকিব ২৪ রানে ব্যাট করছেন।