আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দেশ থেকে এই রোগের ভয়াবহতা নিরসনে অবিলম্বে বিশেষজ্ঞ পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এই আহবান জানান। বিবৃতিতে ড. কামাল বলেন, ডেঙ্গু রোগ যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট মন্ত্রী এবং মেয়রদের দায়িত্ব ছিল দ্রুত গতিতে পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের জন্য রক্তের চাহিদা বেড়েছে। ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সঙ্কট দেখা দিয়েছে। এমনকি ডেঙ্গু সনাক্তকরণের কিটও চাহিদা মতো পাওয়া যাচ্ছে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn