তাহিরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। অতর্কিত হামলায় স্ত্রী-সন্তানসহ ১০ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত মুক্তিযোদ্ধা সন্তান হৃদয় মিয়া (১৬) কে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা সুজাফর মিয়া (৬৭), তার স্ত্রী জুলেখা বেগম (৫০) ও ছেলে মোশারফ হোসেন (২০) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুধের আউটা গ্রামের মুক্তিযুদ্ধা সুজাফর মিয়ার ছেলে মোশারফ হোসেন এবং একই গ্রামের আসাবুল্লার মাদকাশক্ত ছেলে মোবারক হোসেনের মধ্যে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মোবারক ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে ১০ থেকে ১৫জন সংঘবদ্ধভাবে মোশারফরে বসত বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে ঘরবাড়ী ভাংচুর করে। এসময় মোশারফের পিতা মুক্তিা সুজাফর মিয়া বাধা দিলে তাকেমহ ১০ জনকে গুরুতর আহত করে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান- মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ২জন কে পুলিশ আটক করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn