আক্তার চৌধুরী এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃ দবীর মিয়া হেঁটে চলেছেন। আজ পর্যন্ত হেটে তিনি ৯০হাজার পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ১কোটি টাকা সংগ্রহন করতে পেরেছেন। বীরের মতো হাঁটছেন। প্রতিদিন বাড়ীর পাশে বাগানে ১০০ বার চক্কর দিচ্ছেন। লম্বা দিনের আটারো ঘন্টা রোজা রেখে হাঁটছেন। ১০০ বছর বয়সেও তিনি দ্রুত বেগে হাঁটছেন। করোনা আক্রান্ত গরীব মানুষের সাহায্যের জন‍্য হাঁটছেন। তিনি সারা জীবন জনহিতকর কাজ করে গেছেন। শেষ জীবনে এসেও থামেন নাই। জনহিতকর কাজের জন‍্য এলাকায় তিনি জনপ্রিয়। মার্কুলী নদী বন্দরের উত্তর পাড়ে লঞ্চ ঘাট স্থাপন, বাজার প্রতিষ্টা, দূর্গম অঞ্চলে বহু স্কুল প্রতিষ্টার জন‍্য। তিনি আমাদের ক‍্যাপ্টেন টম মোর। এক হাজার পাউণ্ড ফান্ড রেইজিং এর জন‍্য হাঁটা শুরু করেছিলেন। এখন একশত হাজারের কাছাকাছি ফাণ্ড রেইজ হয়ে গেছে। এই জন‍্য তাঁকে স‍্যালুট জানাই। জনপ্রিয় বাঙ্গালী কমিউনিটি টিভি চ‍্যানেল এস এর RFC বিভাগের মাধ‍্যমে এই অর্থ বিভিন্ন দেশে করোনা আতঙ্ক মানুষের মাঝে বিতরণ করা হবে।  দাদা দবীর মিয়া যুক্তরাজ‍্যের রাজধানী লণ্ডনের আমাদের টাওয়ার হেমলেটের বাসিন্দা। তাঁর পুরা নাম দবীরুল ইসলাম চৌধুরী। আমাদের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী কুলঞ্জ গ্রামের সন্তান। তিনি একাধারে কবি, জনসেবক,দানবীর, পর্যটক, রাজনৈতিক সহ বহু পরিচয়ে পরিচিত। আসুন আমরা তাঁর ডাকে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াই। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন ও পরকালে মুক্তি কামনা করি। ধন্যবাদ।” ধল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে— আখতার হোসেন চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn