আকসার আহমদ এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃকোনো বরেন্য ব্যক্তিকে তাঁর বেলা শেষের দৈন্যদশার জন্য যখন রীতিমত সাংবাদিক ও ক্যামেরা ডেকে ঘটা করে গোটা কয়টি টাকা উপহার দেয়া হয়, তখন সেটা কি ব্যক্তির প্রতি সম্মান দেখানোর জন্য করা হয়?  শফিক সাহেবরা ছিলেন সমাজ ও রাজনীতির জন্য নিবেদিত, কিন্তু যুগের জন্য ছিলেন চরম বোকা (ক্ষমা চেয়ে)। তাই নিরবেই সইতে হয় তাঁকে পাঁচ লাখ টাকার সরব ভ্রুকুটি ! না হয় রাজনীতির যৌবনকালে এমন কত পাঁচ লাখ তাঁর রাজনীতির সোনালী ভাঁজের ভেতর দিয়ে সাজ সাজ রবে এসে পঁচে গেছে অথবা গেছে ওঁত পেতে থাকা হাতে হাতে !  তিনি হয়ত তা নিজের দমিত মন বাড়িয়ে আড়ষ্ট হাতে ধরতে চাননি শুধু !

সৎ মানুষেরা সমাজ ও রাজনীতির জন্য নিজেকে কখনো নিবেদন করেন না কোন কিছু ফেরত পাওয়ার অভিলাষে।  কিন্তু দল বা রাষ্ট্র কোন না কোন ভাবে তা পরিশোধ করতে সচেষ্ট হয় স্বীয় মহত্বের পরিমাপে। অন্তত সম্মানটুকু দেয় প্রদেয় সম্মানের সাথে।  নিশ্চয়ই পাঁচ লাখ টাকা এভাবে ঘটা করে মোটাসোটা বানিয়ে নয় ! শফিক সাহেবের জন্য এই পাঁচটি লাখ টাকা হয়ত আজ খুব দরকার।  আর আমাদের দরকার টাকার জন্য তাঁর পাতানো হাতের একটি মাত্র ছবি ! তবু জনাব আ ন ম শফিকের এই দীর্ণ হাতটিই আমার হারানো দিনের অরুনিম অহঙ্কার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn