সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের  দুর্নীতির জন্য পাউবো কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্ণীতি দমন কমিশন মামলা করলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) সদস্যদেরকে মামলায় আসামী করা হয়নি। পিআইসিদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ায়  বিচারের সুষ্টটা নিয়ে নানা প্রশ্ন উঠে। পিআইসিদের কেন মামলা থেকে অব্যাহতি দেয়া হলো ? এ প্রশ্নের উত্তরে দুদকের  একজন কর্মকর্তা জানানা, কেবল পাউবো কর্মকর্তা ও ঠিকাদারদের অনিয়ম নিয়ে মামলা নয়, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) দুর্নীতিরও তদন্ত চলছে। অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও মামলা হবে বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গেল বোরো মৌসুমে জেলার ৩৭ টি বড় হাওরসহ মোট ৪২টি  হাওরে ২২৫ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এবং ৭৬ টি প্যাকেজে ঠিকাদারদের মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করার কথা ছিল পানি উন্নয়ন বোর্ড’এর (পাউবো’র)। মোট বরাদ্দ ছিল পিআইসিতে প্রায় ২০ কোটি টাকা এবং দরপত্রের মাধ্যমে (ঠিকাদারের মাধ্যমে) কাজ আদায়ের জন্য ৪৮ কোটি টাকা। এছাড়া সুনামগঞ্জের হাওর এলাকার বাঁধ উন্নয়ন ও সংরক্ষণে ৬. ৫ মিটার (পিডব্লিউডি) উচ্চতায় ডুবন্ত বাঁধ ডিজাইন করে ২০১১’এর জুলাইয়ে আগাম বন্যা প্রতিরোধ ও নিস্কাশন উন্নয়ন প্রকল্প নামের আরেকটি প্রকল্পের কাজ হয়। এই প্রকল্পের কাজ ২০১৫ ইংরেজি তারিখে শেষ হবার কথা ছিল। এই প্রকল্প নিয়ে দুদক রোববার ১৫ জন কর্মকর্তা এবং ৪৬ জন ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন এবং ঠিকাদার বাচ্চু মিয়া ঢাকার সেগুন বাগিচা থেকে গ্রেপ্তার হয়েছেন।

বিগত বোরো মৌসুমে পিআইসি’র কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এবং ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু কোথাও সময়মত কাজ শেষ হয়নি। যদিও সুনামগঞ্জ পাউবো কাগজে-ফাইলে দেখিয়েছে পিআইসি সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ বাঁধের কাজ করেছে দুদক’র একজন কর্মকর্তা জানিয়েছেন পিআইসি’র বাঁধ রক্ষা কাজেরও তদন্ত করছে। তদন্তে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক’র তদন্তকারী দলের প্রধান এবং কমিশনের পরিচালক বেলাল হোসেন মঙ্গলবার বিকালে এ প্রতিবেদককে বলেন,‘পিআইসি’র বাঁধ রক্ষা কাজেরও তদন্ত চলছে। তদন্ত চলাকালীন পর্যায়ে কোন মন্তব্য করা যাবে না।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn