দুবাইয়ে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বাসটি রাস্তার পাশের একটি সাইনবোর্ডে ধাক্কা খেলে ওই হতাহতের ঘটনা ঘটে। ওমানি নম্বরপ্লেটের ওই বাসটিতে দুর্ঘটনার সময় বিভিন্ন দেশের ৩১ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে ওই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আটজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বাসটির চালককে (৫০) হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়। ওই দুর্ঘটনার তদন্ত চলছে। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ওই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে দুবাই পুলিশ। দুবাইয়ে ভারতীয় দূতাবাস নিহত আটজনের নাম প্রকাশ করেছে। বেশ কয়েকজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়া দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে চিকিৎসা দেয়া হচ্ছে। ভারতীয় দূতাবাস থেকে নিহতদের নাম বলা হয়েছে, রাজাগোপালান, ফিরোজ খান, রেশমা ফিরোজ খান, দিপক কুমার, জামাল উদ্দিন, কিরণ জনি, ভাসুদেব, জহুর ঠাকুর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn