সুনামগঞ্জ  :: সুনামগঞ্জে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তেন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগ। , সোমবার বিকালে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। তারা বলেন, সুনামগঞ্জ যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ লালন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে চাঁদাবাজ-সন্ত্রাস-দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সততা ও নিষ্ঠার সাথে কর্মসূচী পালন করে আসছে। টাকা কিংবা উপঢৌকন নিয়ে কোনো কমিটি দেয়া হয় না। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে কারো কাছ থেকে ১ টাকাও নেয়া হয় না। নেতৃবৃন্দ তাদের নিজের অর্থায়নে স্থানীয় ও জাতীয় কর্মসূচী পালন করে থাকেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুবলীগ কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা। জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, শীতেষ তালুকদান মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন,কল্লোল তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পু, রনজিত চৌধুরী রাজন, দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দোলন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর যুবলীগের সহ সভাপতি পিন্টু বনিক, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, ছাতক যুবলীগ নেতা জসিম উদ্দিন, যুবলীগ নেতা পাভেল আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র।  এসময় প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn