জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন,‘বন্যা দুর্গতদের পাশে থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেশী করে এলাকার দুঃখ-দুর্দশার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবহিত করুন। যাতে উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়। সবসময় জনগণের কল্যাণে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।  বৃহস্পতিবার দুপুর ১টায় দোয়ারাবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউ.পি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এসব কখা বলেন।  বিশেষ অতিথির বক্তব্যে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সুরমা নদীর ভাঙনরোধে নদীর উপর মুক্তিযোদ্ধা স্মৃতি সেতু নির্মাণ করার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়রা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, লক্ষীপুর ইউ.পি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউ.পি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, পান্ডারগাঁও ইউ.পি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বোগলা বাজার ইউ.পি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউ.পি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, দোয়ারাবাজার সদর ইউ.পি চেয়ারম্যান এম.এ.বারী, নরসিংপুর ইউ.পি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মউদুদুর রহমান খান, উপজেলা প.প কর্মকর্তা ডা. পুলিন বিহারী ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত-ই-জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, গণমাধ্যম প্রতিনিধি এম এ করিম লিলু, মো. বজলুর রহমান, মো. আশিক মিয়া প্রমুখ।
দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক থানা, উপজেলা মুক্তিযোদ্ধা ভবন, বাংালাবাজার ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজাটাল সেন্টার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক পরিদর্শন, সেলাই মেশিন বিতরন, দোয়ারাবাজার সরকারি কলেজ মাঠে বৃক্ষ রোপণ করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn