দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে কবর থেকে মনোয়ারা বেগম (১৫) নামের এক কিশোরীর লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এ নমুনা সংগ্রহ করা হয়।অভিযোগ ওঠেছে- মেয়েটি প্রেমে প্রতারিত হয়ে গত ১৭ জুলাই নিজ ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করে। পরদিন লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।ডিএনএ নমুনা সংগ্রহকালে উপস্থিত সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার জানান- জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সদর হাসপাতালের ডাক্তারদের সাথে গিয়ে কবর খুঁড়ে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- এরুয়াখাই গ্রামের আনুর পুত্র হাবিবের সাথে দীর্ঘদিন মেয়েটির প্রেম ছিল। সম্প্রতি এ বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু হাবিবের পরিবার প্রস্তাব নাকচ করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মেয়েটি। মেয়েটির পরিবারের দাবি হাবিব প্রেম প্রত্যাখ্যান করায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েটির ভাই জানান- হাবিবের সাথে তার বোনের প্রেমের সম্পর্কের যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। তিনি বলেন- ঘটনাটি স্থানীয়ভাবেও ধামাচাপা দেয়ার জোর চেষ্টা চলছে। ডিএনএ নমুনা সংগ্রহকালে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আমিরুল হক, মেম্বার জাহাঙ্গীর আলম, দোয়ারা থানার এসআই সাইদুরের নেতৃত্বে একদল পুলিশ, সদর হাসপাতালের ডোম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম জানান- ডিএনএ নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn