বার্তা ডেস্ক:: গত পাঁচ বছরে ধর্মের প্রতি আরব বিশ্বের মানুষের আগ্রহ কমছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির আরবি সংস্করণের একটি সামাজিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে ১১টি আরবি ভাষাভাষী দেশকে বেছে নেওয়া হয়। বলা হচ্ছে মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া এবং আলজেরিয়ায় নিজেকে ‘ধর্মীয়’ বলে পরিচয় না দিতে চাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। এই প্রবণতা ২০১৩ সাল থেকে। তিউনিসিয়ায় মোট ৩১ শতাংশ ব্যক্তি নিজেদের বিশেষ কোনো ধর্মের মানুষ বলতে নারাজ। এর মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ২৯ বছর। ২০১১ সাল থেকে নানামুখী সংকটে ভোগা লিবিয়ায়ও এই প্রবণতা বাড়ছে। ২০১৪ সালের দিকে দেশটিতে ধর্ম-বর্ণ পরিচয়ের বাইরে নিজেকে ‘মানুষ’ হিসেবে পরিচয় দিতে চাইতেন ১১ শতাংশ। এখন সেটি বেড়ে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। এই ২৫ শতাংশের মধ্যে ১৮-২৯ বছর বয়সী রয়েছেন ৩৬ শতাংশ। এ ছাড়া লেবানন, মিশর, ইয়েমেন, সুদান, জর্ডান, ইরাক এবং ফিলিস্তিনের মধ্যে শুধু ইয়েমেনে ধর্মীয় পরিচয়দানকারী মানুষের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত জরিপটি চালানো হয়। এ সকল তথ্যদিয়ে সহযোগিতা করেছে আরব ব্যারোমিটার রিসার্চ প্রজেক্ট। এই অঞ্চলের ২৫ হাজার মানুষ ধর্ম সম্পর্কে তাদের মতামত নেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn