আনিসুর রহমান::বুয়েট ছাত্র আবরারকে নির্মম হত্যার ঘটনায় আমি যতোটা চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত এ দেশের নষ্ট রাজনীতির ছোবলে মেধাবীরা ধ্বংস হয়ে যাচ্ছে! গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে এক বুয়েটেই ১০টি টর্চার সেল রয়েছে! ভাবা যায়!? এটা কোনো বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে? ব্যাপারটি এরকম দাঁড়িয়েছে, যেসব ছাত্র তাদের মেধাকে কাজে লাগিয়ে এবং কঠোর পরিশ্রম করে বুয়েটের মতো সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কয়েক বছরের ব্যবধানে খুনি হয়ে গেল? তাদের নির্মমতা আর ভয়াবহ নিষ্ঠুরতার খবর আজ ফেসবুক, টিভি, পত্রিকার শিরোনাম। কোনো ছাত্রসংগঠনের আদর্শ বা চরিত্র এমন হোক, এটা তো দেশের কোনো মানুষ কামনা করে না। তাহলে কেন এই পরিস্থিতি? যারাই ক্ষমতায় যায় তাদের ছাত্রসংগঠনগুলো কেমন যেন ভিন্নমতের ছাত্রদের ওপর অত্যাচারী হয়ে ওঠে। এটাই বিগত কয়েক দশকের চিত্র। আর বর্তমান ছাত্রলীগের স্বার্থপর ও লোভী কিছু ছাত্র পদ পেয়ে এই সংগঠনের গৌরবের ইতিহাসকে ম্লান করে দিয়েছে। পুরো সগঠনকে জাতির কাছে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।যেখানে ছাত্র সংগঠনের দায়িত্ব হলো, ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করা, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, সেখানে আসল কাজ বাদ দিয়ে তারা নিজেদের ক্ষমতার প্রভাব দেখিয়ে চাঁদাবাজি, মাস্তানি আর নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত হয়ে পড়েছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বর্তমানে সর্বত্র চলছে ছাত্রলীগ নিয়ে আলোচনা। একসময়ের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন আজ নষ্ট হয়ে গেছে। অত্যাচারী, খুনি, অমানবিক হয়ে গেছে। এর দায় কার?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn