শাহ বদরুজ্জামান রুহেল, নিউইয়র্ক :: রকমারি ফলের সমারোহ সাঁজিয়ে আম কাঁঠালের উৎসব করেছে হৃদয়ে বাংলাদেশ।  বুধবার সন্ধ্যায় এশিয়ান ড্রাইভিং স্কুলের পার্টি হলে আয়োজিত আম কাঁঠালের উৎসবে স্থানীয় বাঙালিরা উপভোগ করেন আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কলা, আঙ্গুর সহ সব রকমের ফল ফলাদি। সাথে ছিল আমের ভর্তা, মিক্স ফলের ভর্তা, আমের রসের সাথে মুড়ি ও গুড়ো দুধের সংমিশ্রণে অতি মজাদার খাবার। আরো ছিল হালিম, চটপটিসহ মজাদার খাবার সামগ্রী।  উৎসবে কোন কিছুর কমতি রাখেননি আয়োজকেরা। রসনা বিলাশী অতিথিরা তৃপ্তির ঢেকুর তুলেছেন ভোজন পর্ব শেষে।  এর আগে সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ, কমিউনিটি এক্টিভিস্ট, সাংবাদিক ও সংগঠকদের মধ্যে মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, শাখাওয়াত হোসেন সেলিম, সাইদুর রহমান লিংকন, আমিনুল ইসলাম শাওন, সারওয়ার চৌধুরী, রফিকুল ইসলাম, মাকসুদা আহমেদ, মাসুম আহমেদ, ফয়সাল আহমেদ, মাসুদ আহমেদ, রেক্সনা মজুমদার, এন ইসলাম মামুন, এম ডি আলাউদ্দিন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুন রহমান ও তুষার। সবশেষে শিল্পী শারমিন তানিয়ার পরিবেশনায় একক সঙ্গীতানুষ্ঠান। সব মিলিয়ে উৎসবটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn