নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।আজ শুক্রবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে। ঘটনার সময় নাহিদ হোসেন খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় নিজের বাগান বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গাজীরহাটের এ বাগান বাড়িটি হামিদপুর ইউনিয়ন সংলগ্ন। নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, দুবৃর্ত্তরা দ্বিতীয় তলায় উঠে জানালা দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠসহ শরীরে একাধিক স্থানে গুলি লেগেছে। এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn