মো: ক্যারল: চতুর্থ বাঙ্গালী হিসেবে হাউজ অব কমন্সের পথে আরেক ধাপ এগিয়ে, গত ২৭ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল পুর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত লাইমহাউজ ও পপলার সংসদীয় আসনের লেবার পার্টির প্রার্থী নির্বাচন । নির্বাচনে পপলার লাইমহাউজ সিএলপির সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার আফসানা বেগম প্রতিদ্বন্দ্বি কাউন্সিলার আমিনা আলীর চেয়ে ৫৮ ভোট বেশী পেয়ে হাউজ অব কমন্সের পথে একধাপ এগিয়ে গেলেন। বিকেল ৪ টায় সেন্ট পলস ওয়ের সেন্ট পলস চার্চে পাচ শতাধিক লেবার পার্টির মেম্বার দীর্ঘ সময় নিয়ে লাইনে দাড়িয়ে প্রবেশ করেন। দীর্ঘ দুই ঘন্টা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬ টায় শুরু হয় নির্বাচনের মুল কার্যক্রম। পপলার লাইমহাউজ সিএলপির চেয়ার মাইক ডেভিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমেই প্রার্থীদের ৫ মিনিট করে নীজ নীজ প্রার্থীতার সমর্থনে বক্তব্য প্রদানের পর পরই শুরু হয় গোপন ব্যালেটে নির্বাচন। রাত আট টায় নির্বাচনের রিজাল্ট ঘোষণা করেন মাইক ডেভিস। প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী নির্বাচনে আফসানা বেগম ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়ে লেবার পার্টির প্রার্থীতা নিশ্চিত করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি কাউন্সিলার আমিনা আলী পান ২২৩ ভোট। লেবার পার্টির নিরাপদ আসন খ্যাত পপলার লাইমহাউজ থেকে পার্টির মনোনয়ন নিশ্চিত হওয়ায় লেবার পার্টি থেকে চতুর্থ বাঙ্গালী হিসেবে হাউজ অব কমন্সের পথে এক ধাপ এগিয়ে গেলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn