২০১৫ সালে ১১ই সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় হতাহত ৩ বাংলাদেশিকে কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্ঘটনায় নিহত একজনের পরিবার এবং আহত দুজনের হাতে ৪ কোটি ৫২ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিকটিমদের হাতে অনানুষ্ঠানিক ভাবে চেকগুলো হস্তান্তর করেন। ২০১৫ সালে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় নিহত হন মো. আব্দুল কাশেম। তার মা রাজিয়া বেগম ও স্ত্রী রুবিনা আক্তার চৌধুরী ২ কোটি ২৬ লাখ টাকার চেক গ্রহণ করেন। এছাড়া আহত সরকার আব্দুল রব নিজেই ১ কোটি ১৩ টাকা এবং আহত মো. নাজিমুদ্দিন ১ কোটি ১৩ লাখ টাকারর চেক গ্রহণ করেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আহত আব্দুল রব বলেন, ২০১৫ সালের ১১ই সেপ্টেম্বর ক্রেন ভেঙ্গে পড়লে আমি গুরুত্বর আহত হই। স্পটে শতাধিক নিহত হয়েছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn