বিদেশ থেকে এনে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার পছন্দ করার পথে এবার হাঁটেনি মোহামেডান। নতুন ফুটবল মৌসুমে সাদা-কালোরা বিদেশি সংগ্রহের ক্ষেত্রে ঢাকার মাঠে আগে খেলা পুরোনো বিদেশিদের দিকেই নজর দিয়েছে। ট্রায়ালের মাধ্যমে বিদেশি পছন্দ করে কয়েক মৌসুমেই ধরা খেয়েছে মোহামেডান। তাই এবার তারা দলে ভেড়াচ্ছে পরীক্ষিতদের। বেশ কয়েক মৌসুম ধরে ঢাকার ফুটবলে পরিচিত মুখ নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসং ইলিয়াসু ও স্ট্রাইকার এনকোচা কিংসলে। ইলিয়াসু গত মৌসুমে সামলিয়েছেন বিজিএমসির মধ্যমাঠ এবং ব্রাদার্সের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন এনকোচা কিংসলে। এ দু’জনকেই এবার দেখা যাবে সাদাকালো জার্সি গায়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আগেই দলে নেয়া নিশ্চিত করেছিল ইলিয়াসুকে। তিনি এখন নিজ দেশে অবস্থান করছেন। দুই তিনদিন পর ফিরে মোহামেডানের ক্যাম্পে যোগ দেবেন এ নাইজেরিয়ান। এমিলি, মিঠুন, তকলিসদের নিয়ে মোহামেডানের স্থানীয় আক্রমণভাগ বেশ ধারালো। তারপরও এ গুরুত্বপূর্ণ পজিশনে একজন দক্ষ বিদেশি খুজছিল এখনো প্রিমিয়ার লীগে শিরোপা না পাওয়া ক্লাবটি। শেষ পর্যন্ত তারা নিশ্চিত করেছে গত প্রিমিয়ার লীগে ব্রাদার্সের জার্সি গায়ে ১৪ গোল করা এনকোচা কিংসলেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে দেখা করে কমলা জার্সি ছেড়ে সাদা-কালোতে যোগ দেয়া নিশ্চিত করেছেন কিংসলে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn