পাঁচ মামলায় আপন জুয়েলার্সের মালিক তিন সহোদরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক চারটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। এরা হলেন দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।   প্রায় ১৫ মণেরও বেশি স্বর্ণালঙ্কার ও হীরা এবং নগদ অর্থ জব্দ করার ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এগুলো হল- গুলশান থানার দু’টি (নং- ১৫ ও ১৬), ধানমণ্ডি থানার একটি (নং- ১০), রমনা থানার একটি (নং- ২৭) এবং উত্তরা থানার একটি (নং- ১৭)। এর আগে গত ০৮ জুন তাদের বিরুদ্ধে শুল্কফাঁকির অভিযোগে ঢাকা কাস্টমস হাউজে আরও পাঁচটি বিভাগীয় মামলা করা হয়। এর মধ্যে রয়েছে- দিলদার আহমেদ সেলিমের নামে তিনটি, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের নামে একটি করে মামলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn